ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

ভারতে বাড়ছে জিকা ভাইরাসের সংক্রমণ

মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতে বাড়ছে জিকা ভাইরাসের সংক্রমণ। এবার দেশটির মহারাষ্ট্রে জিকা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। রবিবার পুনে শহরে ৫০ বছরের এক নারীর শরীরে জিকা ভাইরাসের আলামত শনাক্ত হয়।


যদিও তার শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের হালকা উপসর্গ রয়েছে। এছাড়া তার পরিবারের অন্য কারও উপসর্গ নেই বলেও জানা গেছে। স্থানীয় মিডিয়ার দাবি, পুনের পুরান্দার এলাকার একটি গ্রামে গেল মাসে কয়েকজনের জ্বর হয়। তাদের নমুনা নিয়ে পরীক্ষার পর ২৫ জনের চিকুনগুনিয়া, তিনজনের ডেঙ্গু আর একজনের জিকা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে।


ওই নারী চিকুনগুনিয়াতেও আক্রান্ত হয়ে সেরে ওঠেন বলে জানিয়েছে, মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ। জিকা ভাইরাস প্রতিরোধে জনস্বাস্থ্যমূলক নানা পদক্ষেপ নিতে বিশেষজ্ঞদের একটি দল ওই এলাকায় পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।


উল্লেখ্য, এর আগে কেরালাতেও ৬৩ জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছিল।

ads

Our Facebook Page